সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / নাটোরে ৫০ বছর পর জমি ফিরে পেল কৃষক পরিবার

নাটোরে ৫০ বছর পর জমি ফিরে পেল কৃষক পরিবার

নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর উপজেলার পাইকপাড়া এলাকায় ৫০ বছর পর নিজ জমি ফিরে পেয়েছে এক কৃষক পরিবার। শনিবার (১২ নভেম্বর) সকালে পুলিশের সহযোগীতায় জমি দখল নেয় তারা। এসময় উপস্থিত ছিলেন সদর থানার এসএই জামাল।

জানা গেছে, ১৯৪২ সালে পুঠিয়ার রানী হেমন্ত কুমারী ইসাহাক শাহ্’র নামে ওই জমির প্রত্যায়ন দেন। এরপর ১৯৬২ এবং ১৯৭৪ সালে জমিটি ইসাহাকের নামে রেকর্ড হয়। ১৯৮৪ সালে ইসাহাক তার তিন ছেলের নামে জমিটি লিখে দিলে মৃত সালাম সরকারের ছেলে হান্নান সরকার ও মৃত রাজা সরকারের ছেলে মুকুল সরকার জোর করে জমি দখল করে দীর্ঘদিন ভোগ করে। এনিয়ে গ্রাম আদালতের মাধ্যমে একাধিক বার সালিশ করা হলেও তাতে কোনো লাভ হয়নি। গত ২৬ সেপ্টেম্বর সকালে হান্নানের উপস্থিতিতে কিছু লোক ওই জমিতে প্রবেশ করে মাটি কেটে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় জমির বর্তমান মালিক শাহাবুল শাহ্ বাঁধা দিলে তার ওপরে চড়াও হয়ে হত্যার হুমকি দেন তারা। এরপর হান্নান ও মুকুলসহ আরো অজ্ঞাত ৯ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগটি আমলে নিয়ে ভুক্তভোগীদের সহযোগীতা করে পুলিশ।

জমির মালিক দাবী করে শাহাবুল শাহ্ বলেন, আমার দাদার ৫৭ শতাংশ জমি জবর দখল করে ভোগ দখল করছিল হান্নান সরকার ও মুকুল সরকার। অথচ এই জমির সকল খাজনা-খারিজ রেকর্ড আমার দাদার নামে। সে অনুযায়ী আমার পিতা ও চাচারা এই জমির মালিক। আর সে অনুযায়ী আমরা এ জমির হকদার কিন্তু কিছুতেই বিবাদীগণ আমাদেরকে জমিতে উঠতে দিত না। শনিবার প্রশাসনের সহযোগীতায় আমরা জমির দখন নিয়েছি।

এদিকে হান্নান ও মুকুল সরকারও নিজেদের ওই জমির মালিক দাবি করেন। তারা বলেন, আমাদের অবৈধ বাভ জমি থেকে দখল উচ্ছেদ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ইখলাস আলী এর সত্যতা নিশ্চিত করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …