সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে ৪ টি দোকান থেকে ২৩৫৯ লিটার সয়াবিন তেল জব্দ

নাটোরে ৪ টি দোকান থেকে ২৩৫৯ লিটার সয়াবিন তেল জব্দ

নিজস্ব প্রতিবেদক:
অবৈধভাবে মজুদ ও পূর্বের মূল্যে সয়াবিন তেল বিক্রির নিয়ম থাকলেও বাড়তি মূল্যে বিক্রয় ও মজুদ করায় নাটোর শহরের ৪টি দোকান থেকে ২ হাজার ৩৫৯ লিটার তেল জব্দ করেছে র‌্যাব। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই দোকান মালিকদের মোট ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার রাতে নাটোর শহরের নিচাবাজার ও স্টেশন বাজারের ৪টি দোকানে অভিযান চালানো হয়।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নাটোর শহরের নিচাবাজার ও স্টেশন বাজারের ৪টি দোকানে অভিযান চালানো হয়।

এ সময় পূর্বের মূল্যে ক্রয় করা সয়াবিন তেল বাড়তি মূল্যে বিক্রয় ও অবৈধ মজুদ রাখায় কুন্ডু সাহা ষ্টোর থেকে ১০ লিটার সয়াবিন তেল জব্দ ও ৮ হাজার টাকা জরিমানা, সোনালী ষ্টোর থেকে ৮৫ লিটার সয়াবিন তেল জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা, মের্সাস লিটন ষ্টোর থেকে ৫৫ লিটার সয়াবিন তেল জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা, ষ্টেশন বাজারের নিউ বেঙ্গল ট্রেডার্সের গুদাম ও দোকান হতে ২২০০ লিটার সয়াবিন তেল জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা সয়াবিন তেল সরকার নির্ধারিত পূর্বের মূল্যে স্থানীয় ব্যক্তিদের মধ্যে বিক্রি করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …