বুধবার , জানুয়ারি ১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ৪ কন্যা সন্তানের জন্ম দিলেন এক নারী

নাটোরে ৪ কন্যা সন্তানের জন্ম দিলেন এক নারী


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ৪ কন্যা সন্তানের জন্ম দিলেন লাভলি খাতুন (২৮) নামে এক নারী। গতকাল ২৪ নভেম্বর বুধবার লাভলি খাতুন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ওই চারটি শিশুর জন্য দেন। লাভলি খাতুন বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর (সরকারপাড়া) এলাকার লিটন উদ্দিন এর স্ত্রী।

লিটন মিয়া জানান, গতকাল ২৪ নভেম্বর বুধবার রাতে প্রসব বেদনা উঠলে লাভলীকে বনপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত পৌনে এগারোটার দিকে সিজারের মাধ্যমে একসাথে চার কন্যা সন্তান জন্ম হয় । ৪ টি কন্যা সন্তানের মধ্যে ৩ টি সন্তান সুস্থ ও ১ টি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে। মৃত সন্তানের মাথা ও দুই হাত ছিল না ।
লিটন মিয়া আরো জানান, প্রসূতি মা সুস্থ আছেন।

উল্লেখ্য যে, প্রসূতি মায়ের পূর্বের একটি ছেলে লিমন (১৫) একটি মেয়ে লিজা (০৭) আছে। প্রসূতির স্বামী লিটন একজন দিনমজুর কৃষক বলে জানা যায়।

আরও দেখুন

গোমস্তাপুরে বাংলাদেশ জামায়েত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা বোয়ালিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়েত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। …