নিজস্ব প্রতিবেদক:
নাটোরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এর আয়োজনে ৩ দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক মোঃ শাহ রিয়াজ পিএএ। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ। দুটি ভেনুতে ৩৫জন করে মোট ৭০ জন সাংবাদিক অনুসন্ধানমূলক রিপোর্টিং এবং বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে সাংবাদিকদের মধ্যে থেকে প্রেসক্লাবের সাবেক সভাপতি রণেন রায় এবং রেজাউল করিম রেজা বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …