সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে ২২ মাদকসেবী আটক

নাটোরে ২২ মাদকসেবী আটক

নিজস্ব প্রতিবেদক:নাটোরে ২২ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব। গতকাল শুক্রবার রাত সোয়া নয়টার দিকে শহরের মল্লিকহাটি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানা যায়।

সিপিসি-২ (নাটোর), র‌্যাব-৫ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানা এর নেতৃত্বে র‌্যাবের একটি অপারেশন দল  শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে রাত সোয়া নয়টা পর্যন্ত নাটোর শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক গ্রহণ অবস্থায় গাঁজা ও চোলাই মদসহ শহরের চক বৈদ্যনাথ এলাকার মিন্টু শেখের ছেলে সোহেল রানা (১৮),কালামের ছেলে ইসমাইল হোসেন (১৯)মৃত-আজগর আলীর ছেলে মিঠন হোসেন (২০),রিপন হোসেনের ছেলে রুয়েল হোসেন (২০)কানাইখালী মহল্লার মৃত-মাহাবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৭),চৌধুরী বড়গাছা এলাকার আব্দুল গফুরের ছেলে সজিব আলী (২১),দক্ষিণপটুয়াপাড়া মহল্লার আতাউর রহমানের ছেলে মিজানুর রহমান (২৩),বড়হরিশপুর মহল্লার মৃত-মালু ফকিরের ছেলে রাসেল মিয়া (২২),স্বপন প্রামানিকের ছেলে শান্ত ইসলাম (২০),আবু হানিফের ছেলে পিয়াস (২০),হাজরানাটোর এলাকার মৃত-শহিদুল ইসলামের ছেলে মারুক হোসেন (২২),মহরম আলীর ছেলে সাখাওয়াত হোসেন (২১),জহরলাল পাহানের ছেলে সঞ্জয় পাহান (১৮),বনবেলঘড়িয়া তালতলা এলাকার সৈয়দ আলীর ছেলে রুবেল হোসেন (২৬),বনবেলঘড়িয়া এলাকার উজ্জল হোসেনের ছেলে সুমন হোসেন (২৫),মৃত-আবুল কালামের ছেলে খোরশেদ আলম (২৭),বঙ্গজল মাষ্টারপাড়ার মৃত স্বপন রায়ের ছেলে সুব্রত রায় (২৮),কানাইখালী জেলেপাড়া মহল্লার মৃত-রনজিৎ সাহার ছেলে শিবনাথ কুমার সাহা (৩৮),কান্দিভিটা মহল্লার মৃত তফিজ প্রামানিকের ছেলে আসলাম প্রামানিক (৩৮),উত্তর পটুয়াপাড়ার মৃত-বাচ্চুর ছেলে নয়ন (২৯),মৃত-শীতল দেবের ছেলে পার্থ দেব (২৭),সিংড়া উপজেলার মাঝগাতী গ্রামের মৃত-সুধির চন্দ্র দাসের ছেলে সুশান্ত দাস (৪৯),কে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন এলাকা হতে এসে শহরের মল্লিকহাটি এলাকায় একত্রিত হয়ে মাদক সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সদর থানায় হস্তান্তর করা রয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *