নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ২১ শে আগস্ট বর্বর গ্ৰেনেড হামার ১৮ তম বার্ষিকী পালিত হয়েছে। ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ইতিহাসের বর্বরোতম গ্রেনেড হামলায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে জেলা আওয়ামী লীগ। আজ ২১ আগস্ট রবিবার সকাল নয়টার দিকে কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু ও ২১ শে আগস্টে নিহত আইভী রহমান সহ সকল শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ভয়াল গ্রেনেড হামলার দিন একুশে আগস্ট ২০০৪ সালে সে সময়ের বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সমাবেশে দেশের ইতিহাসের বর্বরতম গ্রেনেড হামলা চালানো হয়।
তারা আরো বলেন, পনের আগস্টের হত্যার জন্য যেমন জিয়া দায়ী, তেমনি ২১ আগস্টের গ্রেনেড হামলার জন্য মাস্টার মাইন্ড কুখ্যাত তারেক জিয়া দায়ী। বক্তারা বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ের ওই হামলা মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী, আওয়ামীলীগ নেতা সৈয়দ মোর্তজা আলী বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …