রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে ২০ জনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত

নাটোরে ২০ জনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে মাদক সংরক্ষণ, বিক্রয় ও প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে ২০ জনকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।  সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ধরে এনে তাদের এই কারাদন্ড দেয়া হয়।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এস,এম, জামিল আহমেদ জানান, তার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান এর যৌথ নেতৃত্বে সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নাটোর সদর উপজেলার বিভিন্ন মাদক স্পটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সংরক্ষণ, বিক্রয় ও প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে  গাঁজা, হেরোইন, ইয়াবাসহ শহরের দক্ষিণ পটুয়া পাড়ার মৃত শুকুর আলীর ছেলে আমিরুল ইসলাম হৃদয় (২১), বারুহাট গ্রামের কুদ্দুসের ছেলে হৃদয়, উত্তর বড়গাছা সুজন সরদারের ছেলে জনি (২৭), বনবেলঘড়িয়ার মৃত রহিদুলের ছেলে সাগর (২৬), নবীনগর গ্রামের মৃত জান মোহাম্মদের ছেলে জয় (৩০), বলারীপাড়া মহল্লার সোনা মিয়ার ছেলে রবিউল ইসলাম (৩৫), মল্লিক হাটি মহল্লার মৃত মোমিনের ছেলে বিপুল (২৭), পশ্চিম বড়গাছার দুলুর ছেলে রাশেদুল (২২) কানাইখালী মহল্লার মৃত নুর হোসেনের ছেলে স্বপন তালুকদার (৩৬), কানাইখালি মহল্লার মৃত বারিকের ছেলে খোকন(৩৪),দক্ষিণ বড়গাছার মৃত আহমদ হোসেনের ছেলে নান্নু (৩০),বড়হরিশপুর মহল্লার মৃত নুরুল হকের ছেলে শিমুল(৩২), উত্তর বড়গাছার আমির সরদারের ছেলে আলমগীর(৩৭),  দক্ষিণ বড়গাছা রাজুর ছেলে মোঃ শুভ (২৭), একই মহল্লার মৃত আলাউদ্দিনের ছেলে আলামিন(২৭),  উত্তরবড়গাছার আব্দুল আজিজের ছেলে স্বপন(৩৪),  পূর্ব বড়গাছার মৃত নুরুল আমিনের ছেলে আলম আলম (৪৪), বেলঘড়িয়ার ইসমাইল হোসেনের ছেলে বাবু(৩৪),পশ্চিমবড়গাছার ছেলে আবুল হোসেন ছেলে মিন্টু(২৪)কে আটক করে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হলে দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান কারাদন্ড প্রদান করেন

 পরে ভ্রাম্যমান আদালতের নির্দেশে গ্রেফতারকৃত আসামীদের নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।  উল্লেখ্য যে, ভ্রাম্যমান আদালতের নির্দেশে উদ্ধারকৃত মাদকদ্রব্য সমূহ ধ্বংস করা হয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …