নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ১৯৮ পিস ইয়াবাসহ শহিদ ব্যাপারী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃত শহিদ বড়াইগ্রাম থানার চক লক্ষীকুল গ্রামের ওহাব ব্যাপারীর ছেলে। র্যাব ৫ হতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, র্যাব ৫ রাজশাহী সিপিসি ২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি কোমান্ডার মেজর সানরিয়া চৌধুরীর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে ১৯৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় এর ৬০০ টাকাসহ শহিদকে হাতানাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক শহিদ জব্দকৃত আলামত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলো বলে স্বাক্ষীদেন সম্মুখে স্বীকার করে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটককৃত শহিদ ব্যাপাড়ী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দর্ঘীদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে যুবসমাজকে বিপদগামী করে আসছিলো। এঘটনায় নাটোরের বড়াইগ্রাম মডেল থানায় মাদকদ্রব্য ও নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …