রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে ১৫ মাদকসেবী আটক

নাটোরে ১৫ মাদকসেবী আটক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মাদক সেবন অবস্থায় ১৫ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব। বুধবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার একডালা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়। র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-২, নাটোর ক্যাম্প প্রেরিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী এর নেতৃত্বে বুধবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার একডালা গ্রাম এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় গাজা, চোলাই মদসহ সদর উপজেলার পন্ডিতগ্রামের মৃত মনতাজ আলীর ছেলে সাব্বির হোসেন সুইট (৩২), মৃত চান মিয়ার ছেলে সুজন আলী (২২), সেরাজুল ইসলামের ছেলে জারজিস ইসলাম (৩৩), চক বৈদ্যনাথ এলাকার মৃত কেফায়েত উল্লাহ প্রাং এর ছেলে রফিকুল প্রাং (৭০), মৃত জহিরুল প্রাং এর ছেলে সাইদ প্রাং (২২), হাবিবুর রহমানের ছেলে অন্তর হোসেন (১৯), বিহারী পাড়া এলাকায় নুর ইসলামের ছেলে মেহেদী হাসান (১৯), শহরের উত্তর পটুয়াপাড়া এলাকার মৃত জলিল প্রাং এর ছেলে আজিম (৪৫), দক্ষিণ পটুয়াপাড়া মৃত শুকুর আলী প্রাং এর ছেলে আমিরুল ইসলাম (৬২), কানাইখালী চাউলপট্টি এলাকার মৃত শাহাদাত হোসেন বাপ্পির ছেলে সোহেল রানা (৩০), কালিকাপুর আমহাটি এলাকার ইসমাইল হোসেনের ছেলে সোহেল রানা (৩৩), ফরিদপুর আমহাটি মোসলেম সরদারের ছেলে জাকির হোসেন (৩২), উত্তর চৌকিরপাড় এলাকার মৃত আবুল হোসেনের ছেলে কামাল হোসেন (৪৫), বালিয়াডাঙ্গা উত্তরপাড়ার শহিদুল ইসলামের ছেলে আহসান উল্লাহ (৩৯), হুগোলবাড়িয়া এলাকার মৃত লালু খানের ছেলে মোস্তফা কামাল (৩৫)কে আটক করে।

অভিযানে মাদক সেবনরত অবস্থায় মাদকসেবীদের আটক করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে ডোপ টেস্টে ১৫ জনের ক্ষেত্রে পজেটিভ হওয়ার তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে তারা মাদক সেবন করেছে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচারণ করে অপরাধ করেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …