রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নাটোরে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ১৫০ পিস ইয়াবাসহ আফাজ উদ্দিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃত আফাজ উদ্দিন নলডাঙ্গা উপজেলার আচঁড়াখালী গ্রামের মোহাম্মদ কফিল উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-২ এর নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল নাটোর সদর থানার বনবেলঘড়িয়া বাজারের তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে আফাজ উদ্দিন কে ১৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী আফাজ জব্দকৃত আলামত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।

এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …