শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরে হোটেল শ্রমিকদের মাঝে মেয়রের নগদ অর্থ বিতরণ

নাটোরে হোটেল শ্রমিকদের মাঝে মেয়রের নগদ অর্থ বিতরণ


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে হোটেল- মিষ্টান্ন ভান্ডারের শ্রমিকদের মাঝে পৌর মেয়র উমা চৌধুরী নগদ অর্থ বিতরণ করেছেন। বুধবার বেলা এগারোটার দিকে শহরের বড় হরিশপুর এলাকার শেরেবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এই মানবিক সহায়তা প্রদান করেন তিনি।

কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণে নাটোর পৌরসভায় দ্বিতীয় দফা লকডাউন চলছে। চলমান লকডাউনে সাময়িক কর্মহীন ৫৭২ জন হোটেল শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নগদ অর্থ ৫০০ টাকা করে বিতরণ করা হয়। লকডাউন শুরু থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে নাটোর পৌরসভার জন্য বিশেষ বরাদ্দ থেকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রেখেছেন তিনি।

এ সময় মেয়র উপস্থিত সবার প্রতি অনুরোধ রেখে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তাই আপনারা অপ্রয়োজনে কেউ বাড়ির বাইরে আসবেন না। মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।

আরও দেখুন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

  নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে …