নিজস্ব প্রতিবেদক:নাটোরে হেরোইন সেবনের দায়ে ভুট্ট দাশ নামে একজনকে ২৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার চাঁদপুর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট তাসমিনা খাতুন এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত ভুট্ট দাশ শহরের কান্দিভিটুয়া এলাকান আজাদ দাশের ছেলে। নাটোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক লাল মাহামুদ তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ভুট্ট দাশকে সন্দেহ হলে তার শরীরে তাল্লাশি করে হিরোইন সেবনের সরঞ্জাম পাওয়া যায়। পরে জিজ্ঞেসাবাদে সে হেরোইন সেবনের কথা স্বীকার করে। পরে ভুট্ট দাসকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাকে ২০১৮ সালের মাদক দ্রব্য আইনের ৩৬(৫)ধারা অনুসারে ২৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …