নিজস্ব প্রতিবেদক:
নাটোরে হেরোইনসহ শহিদুল ইসলাম (৪১) নামের এক যুবককে আটক করেছে র্যাব। গতকাল রাত সাড়ে এগারোটার দিকে শহরের হরিশপুর বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ১০০ গ্ৰাম হেরোইন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি(ঢ্যাংগাপাড়া) এলাকার মঞ্জুর রহমান এর ছেলে।
র্যাব-৫ সিপিসি-২,নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল গতকাল ১৫ আগস্ট সোমবার নাটোর সদরের হরিশপুর বাইপাসমোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসময় ১০০ গ্রাম হিরোইন এবং হেরোইন পরিবহনের কাজে নিয়োজিত একটি মোটর সাইকেলসহ শহিদুল ইসলামকে আটক করা হয়।
আটককৃত শহিদুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, সে জব্দকৃত হেরোইন চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎআইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলেমাদক ক্রয় বিক্রয় করে আসছে।
এঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …