শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব সৌহাদ্যপূর্ণ ও নির্বিঘ্ন করতে জামায়াতের মতবিনিময় সভা

নাটোরে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব সৌহাদ্যপূর্ণ ও নির্বিঘ্ন করতে জামায়াতের মতবিনিময় সভা

 নিজস্ব প্রতিবেদক:

নাটোরে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব সৌহার্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন করতে ধর্মীয় নেতৃবৃন্দ ও মন্দির কমিটির সাথে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী। গতরাতে শহরের শ্রীশ্রী মহাপ্রভুর মন্দিরে এই মতবিনিময় সভায় জেলা জামাতের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, আবহমান কাল থেকে এদেশে ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে সকল আচার অনুষ্ঠান হয়ে আসছে। কিন্তু কিছু দুষ্কৃতিকারীর কারণে মাঝেমধ্যে কিছু অঘটন ঘটছে যা দুঃখজনক। একটি গোষ্ঠী এর মাধ্যমে এ দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়। যা কোনভাবেই কাম্য নয়। তাই আগামী দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণ ও সৌহার্দ্য পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে জামায়াতে ইসলামী সব ধরনের সহযোগিতা করবে। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ডঃ মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি সাদেকুর রহমান ও সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল। ‌ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজ্য উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট খগেন্দ্র চন্দ্র রায়, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অলোক কুমার মৈত্র, সাধারণ সম্পাদক এডভোকেট প্রসাদ কুমার তালুকদার ও পরিতোষ অধিকারী সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে উভয় নেতৃবৃন্দ মিষ্টি আপ্যায়ন করেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …