নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী ২০২৩” পালিত। আজ ৯সেপ্টেম্বর এই উপলক্ষ্যে আলোচনা ও প্রার্থনা সভায় আয়োজন করা হয়। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
নাটোর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ অঞ্চলের ট্রাস্টি তপন কুমার সেনের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব অজিত কুমার পাল এফসিএ, নাটোর পৌরসভার মেয়র ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি উমা চৌধুরী জলি, শিক্ষাবিদ অধ্যাপক সুবীধ কুমার মৈত্র অলক, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার প্রমূখ। ফাস্টেড সরকারি পরিচালক আরিফুল ইসলামের সঞ্চালনায় নিচাবাজারস্থ শ্রী শ্রীমন মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই আলোচনা সভা ও প্রার্থনা সভায় বিপুল পরিমাণ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।