নিজস্ব প্রতিবেদক:নাটোরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেট ওয়ার্ক (এম এস এফ) জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ মে রোববার বিকেলে স্থানীয় ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি প্রভাতী বসাকের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এমএসএফ এর ফাউন্ডার প্রেসিডেন্ট অ্যাডভোকেট সুলতানা কামাল, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তারসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিকাশ ছাড়া সমাজ থেকে মানবাধিকার লংঘন রোধ করা সম্ভব নয়। যেসব কারনে মানবাধিকার লংঘন হয় সেই কারণগুলো দূর করতে পারলেই সমাজে মানবাধিকার লংঘন কমে আসবে। এজন্য নিজে সচেতন হয়ে পরিবার ও সমাজের অন্যদের সচেতন করতে হবে। যদি পরিবার থেকেই কোনটা অন্যায় আর কোনটা করা উচিত এ সম্পর্কে সদস্যদের শিক্ষা দেওয়া যায় তাহলেই সমাজে মানবাধিকার লংঘন কমে আসবে। সেই সঙ্গে মানবাধিকার লংঘন হলে সে বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …