শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক গঠন

নাটোরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক গঠন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের জেলা পর্যায়ে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে দিঘাপতিয়ায় একটি বেসরকারী সংগঠন নিডার কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়কারী টিপু সুলতান, অ্যাডভোকেট নাহিদ শামস্ ও ডকুমেন্ট এ্যান্ড রিপোর্টিং কর্মকর্তা তানিয়া খাতুন। আলোচনা সভায় শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের সর্বস্তরে মানবাধিকার সংরক্ষণ ও মানবাধিকার লংঘন প্রতিরোধে মানবাধিকার সংস্কৃতি গড়ে তোলার ওপরে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে বেসরকারী সংস্থার প্রতিনিধি প্রভাতী বসাককে কনভেনর, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন এবং যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাজমুল হাসানকে কো-কনভেনর, বেসরকারী সংস্থা নিডার পরিচালক জাহানারা বিউটিকে সদস্য সচিব করে একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়। পরে এই কমিটি আলোচনা করে ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট সুলতানা কামাল। ইতিমধ্যে নাটোরসহ দেশের ১০টি জেলায় হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক গঠনে কাজ করছে সংগঠনটি। পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি জেলার এই নেটওয়ার্ক গঠন করা হবে বলে কেদ্রীয় প্রতিনিধিরা জানান।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …