সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে হানিফ আলী শেখের দশম মৃত্যুবার্ষিকী পালিত

নাটোরে হানিফ আলী শেখের দশম মৃত্যুবার্ষিকী পালিত



নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হানিফ আলী শেখের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১২ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে এই উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হানিফ আলী শেখের সহোদর ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, অপর সহোদর অ্যাডভোকেট আলেক শেখ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলি বাবলু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার, সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা এডভোকেট হানিফ আলী শেখের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। পরে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …