রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে হাঁস চুরির দায়ের যুবক আটক

নাটোরে হাঁস চুরির দায়ের যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:

নাটোর সদর উপজেলায় ৫টি বিদেশী জাতের হাঁস চুরির দায়ের রতন আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শেখের হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রতন আলী একই এলাকার মৃত সাজাহান আলীর ছেলে।

পুলিশ ও খামার মালিক হুমায়ন কবির সেতু জানান, সোমবার ভোরে রতন আলী স্থানীয় খামারী সেতুর খামার থেকে ফ্রান্সিস পিকিং জাতের ৫টি হাঁস চুরি করে। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা। পরে রতন আলী হাঁসগুলোকে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পাশ^বর্তী মাধববাড়ীয়া এলাকায় পৌছালে সেখানে স্থানীয় কয়েক যুবক সন্দেহবশত তাকে আটক করে। পরে তারা তাকে খামার মালিক সেতুকে খবর দিয়ে তার হাতে তুলে দেয়। একপর্যায়ে এলাকাবাসী তাকে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রতন আলীকে আটক ও চুরি যাওয়া হাঁসগুলো মৃত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রতন একজন মাদকসেবী বলেও জানায় পুলিশ। নাটোর সদর থানার উপ-পরিদর্শক মোস্তাক জানান, খবর পেয়ে রতন আলীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণের বিষয়টি চলমান রয়েছে।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …