নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে হত্যার অভিযোগে আটক ২

নাটোরে হত্যার অভিযোগে আটক ২

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে ভ্যানচালক সুকুমার সরকার হত্যার অভিযোগে জাহিদ হাসান জিহাদ (২৭) এবং আরিফ হোসেন(৩৪) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জাহিদ হাসান উপজেলার সিরাজীপুর গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে এবং আরিফ উপজেলার পানসিপাড়া গ্রামের শহীদুল্লাহর ছেলে।
আজ ৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হোসাইন।
তিনি আরো জানান, মাদক বিক্রির পাওনা টাকা চাওয়ার জেরে সুকুমার এর সাথে জাহিদ এবং আরিফের মনোমালিন্য হয়। এতে জাহিদ এবং আরিফ কৌশলে সুকুমারকে ডেকে ভ্যানে উঠে উপজেলার চামটিয়া গ্রামের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে সুকুমারের কানের নিচে কোপ দিয়ে ভ্যান থেকে ফেলে দিয়ে চার্জার ভ্যানটি নিয়ে তারা পালিয়ে যায়। এই ঘটনায় সুকুমারের ভাই বাদী হয়ে পরের দিন লালপুর থানায় অজ্ঞাত আমাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। তদন্তে নেমে হত্যাকাণ্ডের পরের দিন পুলিশ জাহিদ হাসানকে তার বাড়ি সিরাজীপুর থেকে গ্রেফতার করে এবং জাহিদের দেয়া তথ্য অনুযায়ী গোপালপুর বাজার থেকে ছিনতাইকৃত ভ্যানটি উদ্ধার করে এবং আরিফকে তার বাড়ি পানসি পাড়া থেকে গ্রেফতার করে। সেই সঙ্গে তিনি আরো জানান আসামিদের আদালতে হাজির করলে তারা ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। পরে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আরও দেখুন

দ্রুত নিবার্চন দিন প্রয়োজনীয় সংস্কার করবে নিবার্চিত সরকার -দুলু

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, …