নিজস্ব প্রতিবেদক:
নাটোরে হতদরিদ্রের জন্য বিতরণ কৃত স্বল্প মূল্যের টিসিবির পণ্য উদ্ধার করেছে স্থানীয় যুবলীগ কর্মী। আজ ১ সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে নাটোর সদরের বড়হরিশপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য আব্দুল ওহাবের ক্লাব থেকে এই পণ্য উদ্ধার করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাদিম সারোয়ার।
৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফাইজুল ইসলাম জানান, আজ সকাল থেকে ইউনিয়নব্যাপী নির্ধারিত স্থানে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। এর মধ্যেই স্থানীয় মেম্বার ১০ জনের কার্ডের পণ্য তুলে অন্যত্র সরিয়ে ফেলে। বিষয়টি জানার পরে তিনি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাদিম সারোয়ারকে খবর দেন। পরে উপ-পরিচালক এবং বড় হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে সেখান থেকে পণ্য গুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।
বিষয়টি জানার জন্য ইউপি সদস্য আবদুল ওহাবের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাদিম সারোয়ার জানান, ওহাব মেম্বারের আওতায় থাকা টিসিবির পণ্যগুলো ফেরত আনা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে যদি অসৎ উদ্দেশ্য প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে।