সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত- ১

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত- ১


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে তেবাড়িয়া এলাকায় আম বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিলে আম ব্যবসায়ী সেলিম হাওলাদার (৫০) নিহত হয়েছেন এবং ট্রাকের চালক সোহেল (৩০) ও হেলপার রেজাউল (৩৩) আহত হয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।

পুলিশ ও এলাকাবাসী জানান, আজ মঙ্গলবার সকালে পৌনে সাতটার দিকে একটি আম বোঝাই ট্রাক রাজশাহীর দিক থেকে আসছিল। ট্রাকটি জাবারিয়া এলাকার রুপা পেট্রোল পাম্পের কাছে আসলে নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ট্রাকের ওপর থাকা আম ব্যবসায়ী সেলিম হাওলাদার ছিটকে নিচে পড়ে যান এবং ট্রাকের ভেতরে থাকা চালক সোহেল রানা এবং হেলপার গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আম ব্যবসায়ী সেলিম হাওলাদার কে মৃত ঘোষণা করেন।

ট্রাকচালক এবং হেলপার এখনো নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …