নিজস্ব প্রতিবেদক:
নাটোরে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় নাটোর সদর হাসপাতালের ডাঃ নূরুল হক মিলনায়তনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহরিয়াজ।
‘আমার রক্ত শত ধমনীতে আনবে নতুন প্রাণ, অন্ধ আঁখিতে রশ্নি জ্বালাতে করবে দৃষ্টিদান’-এই প্রতিপাদ্য বিষয়ে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষ্যে নাটোর রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় জেলা স্বাস্থ্য বিভাগ এক আলোচনা সভারও আয়োজন করে।
নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন নাটোর সদর হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডাঃ আনিসুজ্জামান পিয়াস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আনছারুল হক, নাটোর প্রেসক্লাবের সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের সম্পাদক জালাল উদ্দিন, নাটোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারাজী আহম্মদ রফিক বাবন, ধানসিঁড়ি সংগঠনের পরিচালক নারায়ন সরকার, আলোর মিছিল সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক রাকিবুল ইসলাম, নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের প্রতিনিধি রিফাত, বাঁধন সংগঠনের প্রতিনিধি বাঁধন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাৎসরিক ১২ লক্ষ ব্যাগ রক্তের চাহিদা পূরণ করতে দেশে স্বেচ্ছায় রক্তদানের পরিধি বেড়েছে। জরুরী পরিস্থিতিতে অসহায় মানুষের জীবন বাঁচাতে রক্তদানের কোন বিকল্প নেই। তবে সংগৃহীত রক্ত হতে হবে নিরাপদ। তাই যথাযথ পরীক্ষা পদ্ধতি অনুসরণ করেই রক্ত সংগ্রহ করা উচিৎ। পাশাপাশি সংগৃহীত রক্তের সংরক্ষণ নিয়মও যথাযথভাবে অনুসরণ করতে হবে। গ্রহিতার শরীরে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে বিশেষজ্ঞের মতামতকে গুরুত্ব দিতে হবে।
পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে রক্ত সংগ্রহ কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এই কর্মসূচীতে অন্তত ১৫ ব্যাগ রক্ত সংগ্রহীত হবে বলে আশা প্রকাশ করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের ব্লাড ব্যাংকের প্রশাসনিক কর্মকর্তা শাম্মী আখতার। অনুষ্ঠানে নাটোরের স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনাকারী ধানসিঁড়ি সংগঠনের প্রতিষ্ঠাতা নারায়ন সরকার মরণোত্তর চক্ষুদানের প্রতিশ্রুতি প্রদান করেন।
আরও দেখুন
লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …