নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পাঁচ শতাধিক কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পরে তারা এলাকায় জীবাণুনাশক ঔষধ স্প্রে করে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইফ’-এর উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। শহরের ৩নং ওয়ার্ড বড় হরিশপুর এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবুল আক্তার, সাধারন সম্পাদক মির্জা খোকন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম সংগঠনের সভাপতি ওবায়দুর রহমান অনিক, লাইফ’র সহ-সভাপতি ডাঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল, সহ নেতৃবৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাউল, ১ কেজি ডাল , ১ কেজি লবণ, ১ টা সাবান ও ১টি মাস্ক। পরে তারা এলাকায় জীবাণুনাশক ঔষধ স্প্রে করেন। ‘লাইফ’-এর নেতৃবৃন্দ জানান, তারা পাঁচ শতাধিক কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। যদি কেউ বাদ পড়ে থাকে তাহলে যোগাযোগ করলে তাদের খাদ্য সামগ্রী দেওয়া হবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …