নিজস্ব প্রতিবেদক:
নাটোরে স্বাস্থ্য বিভাগের অভিযানে বিসমিল্লাহ হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালের বৈধ কাগজপত্র না থাকায় সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিন মাসুরুর খান।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এই অভিযান পরিচালনা করেন সিভিল সার্জন রোজি আরা খাতুন জানান, হাসপাতালের অনুমোদন না থাকায় সিলগালা করে দেয় হয়েছে। অসুস্থ এবং সিজারিয়ান রোগিদের নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।
অভিযানে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান, ডা. রাকেশ সহ অন্যন্যেরা উপস্থিত ছিলেন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …