শনিবার , এপ্রিল ২৬ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে স্বাস্থ্যবিধি মানতে ভ্রাম্যমাণ আদালত

নাটোরে স্বাস্থ্যবিধি মানতে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে স্বাস্থ্যবিধি মানতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলার চাকরির বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার তমাল হসেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার তমাল হোসেন জানান, করোনা প্রাদুর্ভাবের দ্বিতীয় পর্যায়ে এসে করোনা প্রাদুর্ভাব ঠেকাতে মাস্ক পরিধান না করা এবং দোকান গুলোতে “নো মাস্ক নো সেল” সাইনবোর্ড না টাঙানোর কারণে ১১ জনকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

এসময়ে জনসাধারণকে স্বাস্থ্য বিধি মানার জন্য মাস্ক পরিধান করার জন্য অনুরোধ জানানো হয়। উল্লেখ্য ৫ ডিসেম্বর শনিবার উপজেলার চাঁচকৈড় হাটে ব্যাপক জনসমাগম হয়। এই জনসমাগমে অধিকাংশ ব্যক্তি মাস্ক পরিধান না করেই হাট-বাজার করছে বলে জানা যায়। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আরও দেখুন

সৌন্দর্য বর্ধন ও দৃষ্টিনন্দন রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু

পৌর প্রশাসক মো. মেহেদী হাসান নিজস্ব প্রতিবেদক লালপুর ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বৃহস্পতিবার (২৪ …