রবিবার , জানুয়ারি ১২ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / নাটোরে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

নাটোরে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী এবং জাতীয় দিবসে নাটোরের হালিম-রিয়াজ (এইচ.আর) ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী জেলার বড়াইগ্রাম উপজেলা সংলগ্ন লালপুরের মেরীগাছায় এইচ.আর কমিউনিটি হেলথ সেন্টারে শতাধিক রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।

এইচ.আর কমিউনিটি হেলথ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ওষুধ বিশেষজ্ঞ ফার্মাসিষ্ট মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে মেডিকেল টেকনোলজিষ্ট মোছাঃ সুরাইয়া আক্তার, ডেন্টিস্ট মোঃ ইমন আলীসহ একদল স্বাস্থ্যকর্মী এলাকার দরিদ্র, দুস্থ, সুবিধা বঞ্চিত রোগীদের ফার্মাসিউটিক্যাল ও প্যাথলজিক্যাল কেয়ার ও দন্ত চিকিৎসাসহ সকল প্রকার স্বাস্থ্য সেবা প্রদান করেন।

এ বিষয়ে ফার্মাসিষ্ট মোঃ আরিফুল ইসলাম বলেন, মানুষের সেবায় এইচ.আর ফাউন্ডেশনের উদ্যোগে আগামীতে আরও বড় আকারে এ ধরণের কার্যক্রম অব্যহত থাকবে। পর্যায়ক্রমে কমিউনিটি ক্লিনিক, হেল্থ ক্লিনিক বা হাসপাতাল এবং ফার্মেসীতে ফামাসিষ্টদের নিয়োগ করা হলে দেশের স্বাস্থ্য সেবার মান অনেক বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। সেবা গ্রহীতা সত্তরোর্ধ রাবেয়া বেগম বলেন, বিনামূল্যে গ্রাম এলাকায় এধরনের সেবা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি।

আরও দেখুন

লালপুরে ট্রাক চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে ট্রাক চাপায় জহুরুল ইসলাম গুপি (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য …