নিজস্ব প্রতিবেদক:
নানা প্রচারণার পরেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এই সামাজিক দূরত্ব বজায় না রেখেই করোনার প্রভাবে কর্ম হারানো নাটোরের পাঁচ শতাধিক স্বর্ণশিল্প শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ জুয়েলারী মালিক সমিতি (বাজুস) জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। শহরের পিলখানা এলাকায় সমিতির কার্যালয় থেকে এই খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাজুস জেলা শাখার সভাপতি দুলাল চন্দ্র কর্মকার, সাধারণ সম্পাদক ভক্ত চক্রবর্তীনহ অন্যান্যরা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাউল, ১ কেজি ডাল , ১ কেজি লবণ, ১ কেজি পিঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল ও ১ টা সাবান।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …