সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে স্থানীয় সাংসদের বাড়িতে নিরপেক্ষ শ্রমিক সংগঠনের সংবাদ সম্মেলন!

নাটোরে স্থানীয় সাংসদের বাড়িতে নিরপেক্ষ শ্রমিক সংগঠনের সংবাদ সম্মেলন!

নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সাংসদের বাড়িতে সংবাদ সম্মেলন করে নিজেদের নিরপেক্ষ শ্রমিক সংগঠন বলে দাবি করেছেন ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

আজ ৮ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মঝারুল ইসলাম আলম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন তাদের সংগঠন নিরপেক্ষ। এমন তথ্যে প্রদানের পরে সাংবাদিকরা “এমপির বাড়িতে সংবাদ সম্মেলন করে নিরপেক্ষ কিভাবে থাকেন?” এমন প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এছাড়াও সভাপতি সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের নিজ নামে জমি ক্রয় করে দলিল করা বিষয়ে প্রশ্ন করা হলে মোস্তারুল ইসলাম আলম জানান, এই দলিল নাম পরিবর্তন করা যাবে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …