সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে স্ত্রী হত্যার পলাতক আসামি গ্রেফতার

নাটোরে স্ত্রী হত্যার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়া স্ত্রী নুপুর (৩০)কে হত্যা মামলার পলাতক আসামী মোঃ আজমল হোসেন (৪০)’কে গ্রেফতার করেছে র‍্যাব। আজ ১৬ এপ্রিল সোমবার রাত একটার দিকে বগুড়া জেলার শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে তারা। গ্ৰেফতারকৃত আজমল সিংড়া উপজেলার বাইগুনি গ্ৰামের মওলা শেখের ছেলে।

র‍্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় যে, প্রেম করে বিয়ে করার চারদিন পরেই ৭ এপ্রিল রাতে সিংড়া উপজেলার বাইগুনি গ্রামের স্ত্রী নুপুর হত্যার অভিযোগ উঠে স্বামী আজমল এর বিরুদ্ধে। ওই দিন আজমলের বিরুদ্ধে হত্যা মামলা করেন নুপুরের বাবা। এই মামলার দায়িত্ব প্রদান করা হয় র্যাবকে।

মামলার দায়িত্ব পাওয়ার পরেই গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত আজমল হোসেন এর অবস্থান সনাক্ত করে ১৫ এপ্রিল রাত একটার দিকে আজমল হোসেনকে বগুড়া জেলার শাজাহানপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …