নিজস্ব প্রতিবেদক:
নাটোরে স্ত্রীর সাবেক স্বামী রাসেলের ছুরিকাঘাতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার বেলা ১২টার দিকে শহরের রেলওয়ে ষ্টেশনের ওভার ব্রিজের উপরে এই ঘটনা ঘটে। নিহত রাকিব একই এলাকার মৃত জালাল হোসেনের ছেলে। অভিযুক্ত রাসেল এলাকায় কাটা রাসেল নামে পরিচিত।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি থেকে রাকিবকে ডেকে রেলওয়ে ষ্টেশনের ওভার ব্রিজের উপরে নিয়ে যায় প্রতিবেশী এক যুবক। পরে তাকে রাসেল ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় রাকিবের চিৎকারে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযানে নেমেছে পুলিশ।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …