রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নাটোরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে স্ত্রী বিউটি খাতুন(৪৫) কে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ স্বামী আব্দুল বারেকের বিরুদ্ধে। আজ ২৫ সেপ্টেম্বর রবিবার রাত দুইটার দিকে উপজেলার গোপালপুর স্কুল পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল বারেক পেশায় ভ্যানচালক।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ২৫ সেপ্টেম্বর রাত দুইটার দিকে ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে যায়। পুলিশ সেখানে গিয়ে বিউটির শয়ন কক্ষে গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে। এই সময় তার স্বামী আব্দুল বারেককে ঘরে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

তিনি আরো জানান, এখনো কেউ মামলা দায়ের করেনি। মামলা দায়ের এরপর তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …