শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান

নাটোরে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক:
আত্মকর্মস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নাটোরে ১৬ জনকে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় জাতীয় সংসদের নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ তাঁর নিজস্ব কার্যালয়ে এসব সহায়তা হস্তান্তর করেন। অনুষ্ঠানে নাটোর জেলার নাটোর সদর এবং নলডাঙ্গা উপজেলা এলাকার নয়জন মহিলাকে সেলাই মেশিন এবং সাতজনকে এক লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। সংসদ সদস্য রত্না আহমেদ তাঁর ঐচ্ছিক তহবিল থেকে এই সহায়তা প্রদান করেন।

সংসদ সদস্য রত্না আহমেদ বলেন, নির্বাচনী এলাকার অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …