সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে সুশাসন নিশ্চিত করতে কর্মশালা শুরু

নাটোরে সুশাসন নিশ্চিত করতে কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক:
সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগনের অংশীদারিত্ব তৈরীর মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে নাটোরে গণমাধ্যম কর্মীদের জন্যে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা আজ রোববার থেকে শুরু হয়েছে। সকাল নয়টায় ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক অনলাইন কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও প্লাটফর্মস ফর ডায়ালগ (পি ফর ডি) এর প্রকল্প পরিচালক ড. গোলাম ফারুক।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ এবং পি ফর ডি’র টিম লিডার আর্সেন স্টেফেনিয়ন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম সভাপতিত্ব করেন।

কর্মশালায় সুশাসন নিশ্চিত করতে সেবা প্রদানের পাঁচটি ক্ষেত্র সিটিজেন চার্টার, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, তথ্য অধিকার, জাতীয় শুদ্ধাচার কৌশল এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ে প্রশিক্ষণ সেশন উপস্থাপন করা হচ্ছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …