শুক্রবার , এপ্রিল ২৫ ২০২৫
নীড় পাতা / জনদুর্ভোগ / নাটোরে সুদ ব্যবসায়ীর অত্যাচার নির্যাতনের প্রতিকার চেয়ে মানববন্ধন

নাটোরে সুদ ব্যবসায়ীর অত্যাচার নির্যাতনের প্রতিকার চেয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে সুদ ব্যবসায়ীর অত্যাচার নির্যাতনের প্রতিকার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ওমর আলী মন্ডল, আকছেদ আলী, মেরিনা খাতুন সহ অন্যান্যরা। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে সোহেল সরকারের নেতৃত্বে গড়ে ওঠা সুদি বাহিনীর নির্যাতনে সদর উপজেলার রুয়েরভাগ, চন্দ্রকোলা ও বালিয়াডাঙ্গা এলাকার সাধারণ মানুষ অসহায় জীবন যাপন করছে। ১০ হাজার টাকা ঋণ দিয়ে সুদ সহ জোর করে আদায় করা হচ্ছে লাখ লাখ টাকা। টাকা দিতে না পারলে চালানো হচ্ছে নির্যাতন। মামলা করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ ব্যাপারে সোহেল সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সুদের ব্যবসার সাথে তার কোন সম্পর্ক নেই। তাদের পরিবারের সুনাম ক্ষুন্ন করার জন্য এটা করা হয়েছে।

আরও দেখুন

বড়াইগ্রামে ৫নং মাঝঁগা ইউনিয়নে ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন সহযোগী সদস্য নিয়ে বিশাল সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫ নং মাঝগাঁ ইউনিয়নের  (২ নং) ওয়ার্ডের আগ্রান -নুরদহ কর্তৃক …