মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

নাটোরে সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার দুপুরে নাটোর সুগার মিলস উচ্চ বিদ্যালয়ে দুই কোটি ৮৮ লাখ ৩২ হাজার টাকা ব্যয়ে এই নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এসময় উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা, স্থানীয় জন প্রতিনিধি ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন বর্তমান সরকাক স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সকল ব্যাবস্থা গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় সকল বিদ্যালয়কে আধুনিকায়ন করা হচ্ছে। যাতে করে সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে আগামীতে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠে দেশের উন্নয়নে ভ‚মিকা রাখতে পারে। তিনি শিক্ষার্থীদের নিজেদেরকে একজন স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহবান জানান। পরে তিনি বিদ্যালয় চত্বরে একটি বৃক্ষ রোপন করেন।

আরও দেখুন

নাটোরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ই- গভন্যাস ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ …