রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে সি আর দত্ত স্মরণে আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত

নাটোরে সি আর দত্ত স্মরণে আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব:) সি আর দত্ত বীর উত্তম এর মহাপ্রয়াণে কালো ব্যাচ ধারণ, নিরবতা পালন ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেলে শহরের নীচাবাজারস্থ শ্রীমন মহাপ্রভুর মন্দির প্রাঙ্গনে নাটোর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি উমা চৌধুরী জলি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট প্রসাদ তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিংড়া উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ও জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট মানসী ভট্টাচার্য্য, পূজা উদযাপন পরিষদের সদস্য সমর কুন্ডুসহ সকল উপজেলার সভাপতি সম্পাদকবৃন্দ।

আলোচনা শেষে মেজর জেনারেল সিআর দত্ত’র পূণ্য আত্মার শান্তি কামনা করেন প্রার্থনা করা হয়।

আরও দেখুন

হিলিতে সবজিসহ আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের সবজির দাম। কেজিপ্রতি প্রকারভেদে ২০ থেকে ৫০ টাকা …