নিজস্ব প্রতিবেদক:
মাস্ক পরিধান করলেও সামাজিক নিরাপদ দূরত্ব না মেনেই নাটোরে সিনোফার্মার টিকা প্রদান কার্যক্রম চলছে। জেলার নলডাঙ্গা উপজেলা বাদে সবকয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে এই কার্যক্রম। সকাল থেকেই সদর হাসপাতাল সহ অন্যান্য কেন্দ্রগুলিতে দেখা গেছে টিকা গ্রহীতাদের উপচে পড়া ভীড়। কোন ভাবেই সামলানো যাচ্ছে না টিকা গ্রহীতাদের। আর এতে করে হিমশিম খেতে হচ্ছে টিকা প্রদানকারী স্বাস্থ্য কর্মিদের।
টিকার রেজিস্টেশন করেও টিকা দিতে এসে ফিরে যেতে হচ্ছে অধিকাংশ টিকা গ্রহীতাদের। মোবাইল ফোনের এসএমএস দেখাতে না পারায় তাদেরও ফিরে যেতে হচ্ছে। সিনোফার্মের এই টিকা জেলায় মোট ২৬ হাজার ৪শ জনকে দেওয়া হবে। এরমধ্যে আজ বৃহস্পতিবার বেলা ১১ টা পর্যন্ত ৭ হাজার ৫৭৪ জনকে এই টিকা প্রদান করা হয়েছে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …