শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে সিনিয়র জুডিসিয়াল আদালতের বিচারক সুলতান মাহমুদের আদালত বর্জন করেছে জেলা আইনজীবী সমিতি

নাটোরে সিনিয়র জুডিসিয়াল আদালতের বিচারক সুলতান মাহমুদের আদালত বর্জন করেছে জেলা আইনজীবী সমিতি

নিজস্ব প্রতিবেদক:
নাটোর সিনিয়র জুডিসিয়াল আদালতের বিচারক সুলতান মাহমুদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আদালত বর্জন কর্মসূচী পালন করেছে জেলা আইনজীবী সমিতি। আইনজীবী সমিতির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজ বেলা ১১টা থেকে আদালত বর্জন কর্মসূচী পালন করে আইনজীবীরা। এতে করে বিচার প্রার্থীরা আদালতে এসে ফিরে গেছেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ জানান, জামিনযোগ্য মামলায় জামিন নামঞ্জুর, আইনজীবীদের সাথে অসাদচারণসহ নানা অভিযোগ করে আসছিল আইনজীবীরা। এর আগে বিচারক সুলতান মাহমুদকে সর্তক করা হলেও তার কোন পরিবর্তন হয়নি। পরবর্তীতে গত ১৭ নভেম্বর আইনজীবী সমিতির এক জরুরী সভায় আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বুধবার বিচারক সুলতান মাহমুদের আদালতের সকল কার্যক্রম থেকে বিরত থেকে এই কর্মসুচি পালন করেছে আইনজীবীরা। ওই বিচারক বদলি না হওয়া পর্যন্ত এই আদালত বর্জন কর্মসূচী অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …