নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে সার পাচার হওয়ার সময় ৬০ বস্তা সার জব্দ করেছে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর। এ সময় বাংলাদেশ কৃষি উনয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক অনুমোদিত সার ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকালে উপজেলার নাজিরপুর বাজারের খুচরা সার বিক্রেতা মেসার্স এল, আর, ট্রেডার্স থেকে পাচারের সময় ৬০ বস্তা পটাশ, টিএসপি, ডিএপি সারগুলো জব্দ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিউর রহমান জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নাজিরপুর বাজারের খুচরা সার বিক্রেতা মেসার্স এল, আর, ট্রেডার্স থেকে ৬০ বস্তা পটাশ, টিএসপি, ডিএপি সার ভ্যান যোগে পাশের উপজেলা সিংড়ায় পাচার করছে। এ সময় কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ভ্যান ভর্তি সারগুলো জব্দ করেন। পরে জব্দকৃত সার ও ব্যবসায়ী লুৎফর রহমানকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহম্মেদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সার ব্যবসায়ী লুৎফর রহমানকে নগদ এক লাখ টাকা জরিমানা করেন এবং তাকে সতর্ক করে দেন।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …