রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / ই-লার্নিং / নাটোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার ক্রাইম বিষয়ক আলোচনা সভা

নাটোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার ক্রাইম বিষয়ক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে দক্ষতা বৃদ্ধিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার ক্রাইম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কান্দিভিটায় অবস্থিত শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার এই সভা অনুষ্ঠিত হয়। নাটোর আইটি ইন্সটিটিউট এর আয়োজনে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এ দক্ষতা বৃদ্ধিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার ক্রাইম বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সহ-সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীসহ অতিথিবৃন্দ কে ফুল দিয়ে বরণ করে নেন নাটোর আইটি ইনস্টিটিউটের পরিচালক মৌমিতা ঘোষ।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …