নিজস্ব প্রতিবেদক:
চলমান করোনা পরিস্থিতিতে নাটোরে সাময়িক কর্মহীন কিন্ডারগার্টেন শিক্ষক-কর্মচারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোনালী ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় ১শ জন কর্মহীন কিন্ডারগার্টেন শিক্ষক-কর্মচারী, এই অনুদান গ্রহন করেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার বিকেলে আয়োজিত এই অনুদান প্রূদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।
এসনয় অন্যান্যের মধ্যে জেলা আ’লীগের দপ্তর সম্পাদক দীলিপ কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, নাটোর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নবী নেওয়াজ পিন্টু, কিন্ডারগার্টেন প্রধান জাহাঙ্গীর আলম বাপী, জিয়াউল হক,শামসুল ইসলাম কল্লোল, শিক্ষক মোহাম্মদ আলী ও সোনালী ব্যাংকের ডিজিএম নাটোর উপস্থিত ছিলেন।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে সাময়িক কর্মহীন কিন্ডারগার্টেন শিক্ষকদের আর্থিক অনুদান প্রদান
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …