নিজস্ব প্রতিবেদক:
নাটোরে সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মানহানি এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের সাবেক জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আহমেদ সেলিম, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মলয় রায় এবং শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভকে বিবাদী করে বুধবার দুপুর বারোটার দিকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলা দায়ের করা হয়।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি এ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলার বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
এর আগে ২২ জুলাই শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় মেহেদি হাসান শুভ’র ব্যক্তিগত অফিসে বর্তমান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ-এর পিতাকে রাজাকার বলে সম্বোধন করা হয় এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এরই সূত্র ধরে আজকে মানহানি এবং তথ্য প্রযুক্তি আইনে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএফএম গুলজার হোসেনের আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলার গ্রহণ করে ২সেপ্টেম্বরের মধ্যে র্যাব-৫ সিপিসি-২ কে মামলার তদন্তের দায়িত্ব অর্পণ করেন বিচারক।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …