শুক্রবার , এপ্রিল ২৫ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে সাবেক ছাত্রলীগ নেতার ভিন্নধর্মী সেবা কার্যক্রম

নাটোরে সাবেক ছাত্রলীগ নেতার ভিন্নধর্মী সেবা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ভিন্নধর্মী সেবা কার্যক্রম গ্রহণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ এর সাবেক সহ সম্পাদক এবং গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট নাটোর শাখার সভাপতি জাকারিয়া বুলবুল। শোকের মাস উপলক্ষ্যে মাস ব্যাপী বৃক্ষরোপন ও মাস্ক বিতরণ কর্মসূচী গ্রহণ করেছেন তিনি। আজ ২৭ আগস্ট শুক্রবার এই উপলক্ষ্যে শহরের কানাইখালী প্রেসক্লাবের সামনে থেকে রোড ডিভাইডারের মধ্যে ফুল ফল এবং ওষধী বৃক্ষের চারা রোপন শুরু করেন। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন।

এ সময় পথচারীরা জানান,সবাই যখন লুটপাটে ব্যস্ত, তখন বুলবুল এর এই ধরণের কার্যক্রম সেবার পথ দেখাবে নতুন প্রজন্মকে।

এই কর্মসূচী চলাকালে জাকারিয়া বুলবুল জানান, বাংলাদেশ আওয়ামী লীগ এর পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ভাইয়ের নির্দেশে এবং গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট নাটোর শাখার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ দুই হাজার গাছের চারা রোপন এবং বিতরণ করা হচ্ছে। আগামী এক সপ্তাহে জেলায় বিভিন্ন জাতের বৃক্ষের পাঁচ হাজার চারা রোপন এবং বিতরণ করা হবে। সেই সাথে জনগণকে করোনা সম্পর্কে সচেতন করা ও মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও দেখুন

বড়াইগ্রামে ৫নং মাঝঁগা ইউনিয়নে ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন সহযোগী সদস্য নিয়ে বিশাল সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫ নং মাঝগাঁ ইউনিয়নের  (২ নং) ওয়ার্ডের আগ্রান -নুরদহ কর্তৃক …