নিজস্ব প্রতিবেদক
কখনও এই ছবি কি আপনি দেখেছেন? সাপের সঙ্গমের ছবি। একে সনাতন ধর্মাবলম্বীরা অবশ্য সাপের শঙ্খ লাগা বলে। হিন্দু মতে সাপের শঙ্খ লাগা দেখা নাকি শুভ। এবার নাটোরে দুটি সাপের মধ্যে “বিরল দৃশ্য” দেখার জন্য গ্রামবাসীর মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।
সম্প্রতি নাটোরের নলডাঙ্গার পূর্ব মাধনগরের জশইতলা এলাকায় এ দৃশ্য দেখা যায়। তারপরই সেখানে ছুটে আসতে থাকেন কৌতূহলী মানুষ। ঘটনাস্থলে আসা কেউ কেউ এই দৃশ্যকে দুটি সাপের মধ্যে “মিলন” বলে অভিহিত করেছেন। স্থানীয়ভাবে একে “শঙ্খ লাগা” বলে উল্লেখ করা হয়। বেশ কিছু সময় ধরে এ দৃশ্য চলে। কৌতূহলী মানুষ নিজেদের মোবাইল দিয়ে এ দৃশ্য ধারণ করে রাখেন। সাপ দুটি স্থানীয়ভাবে “দাঁড়াশ” সাপ নামে পরিচিতি।