নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে অসহায় এক অন্ধ মুদিদোকানির সাক্ষাৎকার নিতে গিয়ে ওই প্রতিবন্ধী ব্যক্তির ১১ বছর বয়সী ৬ষ্ট শ্রেনীর মেয়েকে (১১) যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে কথিত তিন সাংবাদিকের বিরুদ্ধে। এ ঘটনায় আজ শনিবার ওই শিশুর মা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় কথিত তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন।এ ঘটনায় করা মামলায় প্রধান আসামি করা হয়েছে ওই উপজেলার কথিত সাংবাদিক সাহাবুল ইসলাম (৩০)। এ ছাড়া মামলার অন্য দুই আসামিকে অজ্ঞাতনামা ।
মামলার সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর সকালে কথিত সাংবাদিকক সাহাবুল ইসলাম অপরিচিত তিন তরুণকে নিয়ে স্থানীয় এক দৃষ্টি প্রতিবন্ধীর অসহায় এক মুদিদোকানির বাড়িতে যান। নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে অন্ধ ব্যক্তির অসহায়ত্ব নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার কথা বলে তাঁরা ব্যক্তির সাক্ষাৎকার নিতে শুরু করেন। ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে সাহাবুল ওই ব্যক্তির মেয়ের ঘরে ঢোকেন। এক পর্যায়ে সাহাবুল ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে হত্যার ভয় দেখিয়ে ওই শিশুর ওপর যৌন নির্যাতন চালান।
এ সময় ওই শিশুর চিৎকারে তার বাবা এগিয়ে এলে কথিত সাংবাদিকেরা মোটরসাইকেল নিয়ে সটকে পড়েন। পরে ওই শিশুর মা বাড়িতে ফিরে এলে তাঁকে বিষয়টি জানানো হয়। ওই শিশুর মা বিষয়টি আশপাশের লোকজনকেও জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে আজ শনিবার সকালে তিনি বড়াইগ্রাম থানায় মামলা করেন। ওই শিশুর বাবা বলেন, পাঁচ বছর ধরে তিনি দুই চোখেই দেখতে পান না। বাড়ির সামনে একটা মুদিদোকান করে কোনো রকমে সংসার চালান। তাঁর এ দুর্দশার কথা তুলে ধরবেন বলেই কয়েকজন সাংবাদিক তাঁর কাছে এসেছিলেন। তাঁর অন্ধত্বের সুযোগে মেয়েকে নির্যাতন করা হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।এদিকে ঘটনার পর থেকেই সাহাবুল ইসলামসহ মামলার অভিযুক্ত ব্যক্তিরা গা ঢাকা দিয়েছেন। তাই তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা জানান, সাহাবুল নামে কেউ সাংবাদিকতা করে বলে আমার জানা নেই। তবে অনেকেই বিভিন্ন অনলাইন পত্রিকার কার্ড ঝুলিয়ে নিজেদের সাংবাদিকতার পরিচয় দিয়ে অনৈতিক কাজ করে থাকে । বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ওই শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলা গ্রহণের পর ওই শিশুকে বড়াইগ্রাম আমলি আদালতে পাঠানো হয়েছে। সেখানে তাঁর জবানবন্দি গ্রহণ করা হবে।
আরও দেখুন
বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে মো.মোখলেস হোসেন নামে একজনকে …