নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে সাংবাদিকদের ওপর হামলার মামলায় সাবেক পুলিশ সুপারের জামিন না মঞ্জুর

নাটোরে সাংবাদিকদের ওপর হামলার মামলায় সাবেক পুলিশ সুপারের জামিন না মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে ফুটেজ ও ছবি নেওয়ার সময় গনমাধ্যমের ওপর হামলার ঘটনায় সাংবাদিকের দায়ের করা দ্রুত বিচার ট্রাইব্যুনালে দায়ে করা মামলায় বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার এসএম ফজলুল হকের জামিন না মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার(১৮ মার্চ) দুপুরে নাটোরের চিফ জুডিসিয়াল আদালতের বিচারক আল আমীনের কাছে জামিন আবেদন করেন বরখাস্তকৃত পুলিশ সুপারের আইনজীবী সোহেল রানা। এসময় বিচারক দীর্ঘ শুনানী শেষে পুলিশ সুপার এসএম ফজলুল হকের জামিন না মঞ্জুর করেন। এদিন আসামী ছাড়াই মামলার শুনানী অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করে নাটোর কোর্টের পুলিশ পরিদর্শক মোহা. মোস্তফা কামাল বলেন, দুপুর ১ টার দিকে সাংবাদিকদের উপর হামলার মামলার শুনানি হয়। সাবেক পুলিশ সুপারের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি অন্তে আদালত জামিন না মঞ্জুর। এর আগে গত ১১মার্চ স্ত্রী মেহনাজ আক্তারের দায়ের করা নির্যাতন মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এসময় নাটোরের গণমাধ্যম কর্মীরা ফুটেজ ও ছবি নিতে গেলে পুলিশ সুপার এস এম ফজলুল হক গনমাধ্যমকর্মি ও ক্যামেরার ওপর হামলা করেন। এতে হামলার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমলোচানার সৃষ্টি হয়। এই ঘটনায় ওই দিনই নাটোরের স্থানীয় সাংবাদিক কাউছার হাবীব বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পুলিশ সুপার এসএম ফজলুল হককে আসামী করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

আরও দেখুন

৮ মাসে রাজস্ব. যতো কোটি টাকা ঘাটতি ,,,,,,

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর। এই বন্দরে নতুনঅর্থ বছরের প্রথম ৮ মাসে …