সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে সরকারী গাছ কাটায় ১ জনের ৪ হাজার টাকা জরিমানা

নাটোরে সরকারী গাছ কাটায় ১ জনের ৪ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর জেলা কৃষকলীগের সভাপতি কামাল হোসেনের ছেলে শাহাদাত হোসেনকে একটি সরকারী গাছ কাটার দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার নাটোর সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান এই জরিমানা করেন।

স্থানীয় লোকজন ও আবু হাসান জানান, নাটোর সদর উপজেলার ধরাইল বাজারে সরকারী জায়গার একটি মেহগনি গাছ কেটে ফেলেন শাহাদাত হোসেন। এমন অভিযোগের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কামাল হোসেনের ছেলে শাহাদাত হোসেনকে ৪ হাজার টাকা জরিমানা এবং মেহগনি গাছটি জব্দ করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …