বৃহস্পতিবার , জুন ২৭ ২০২৪
নীড় পাতা / খেলা / নাটোরে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের র‍্যালি এবং জার্সি ফেস্টিভ্যাল

নাটোরে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের র‍্যালি এবং জার্সি ফেস্টিভ্যাল

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের র‍্যালি এবং জার্সি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল থেকেই অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আজ ১৩ জুন বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি প্রধান সড়ক ধরে এসে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়। নেচে গেয়ে সকল শিক্ষার্থী র‍্যালিতে অংশগ্রহণ করে। পরে সেখানে ২০০২ সাল থেকে শুরু করে ২০২৪ ব্যাচের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে টুর্নামেন্টের জার্সি তুলে দেয়া হয়।

প্রত্যেক ব্যাচের ক্যাপ্টেন এই জার্সি গুলো নিয়ে তাদের খেলোয়াড়দের মাঝে বিতরণ করেন। উল্লেখ্য প্রাক্তন এবং বর্তমানের মাঝে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে গত চার বছর ধরে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। এছাড়াও র‍্যালিতে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের জন্য বিভিন্ন স্লোগান দেয়া হয়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় ৪১ বছর পর হাসপাতালে প্রথম সাপে কাটা রোগীর চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক: বাগাতিপাড়া (নাটোর) নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪১ বছর পর অ্যান্টিভেনম প্রয়োগের …