নিজস্ব প্রতিবেদক:
সরকারি নির্দেশনা মেনে নাটোরে ছয় দিন বন্ধ থাকার পর দোকানপাট খুলল। শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখার সরকারি নির্দেশ পাওয়ার পর আবারো তারা দোকানপাট শপিং মল খুলেছেন। প্রত্যেক মার্কেট শপিং মল এবং দোকানের সামনে হাত ধোয়ার ব্যবস্থা সহ নিরাপদ দূরত্ব বজায় রাখার সকল ব্যবস্থা করা হয়েছে। ৯ এপ্রিল সরকারের গৃহীত এমন সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। রমজানের আগে এই সিদ্ধান্তে ব্যবসায়ীসহ সকলেই উপকৃত হবে বলে জানান তারা।
তারা দাবি করেছেন, সরকারি সকল নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই তারা দোকানপাট পরিচালনা করবেন। জেলা প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকেও মনিটরিং জোরদার করা হয়েছে যাতে সকলের স্বাস্থ্যবিধি মেনে চলেন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …